নিজস্ব সংবাদদাতাঃ ময়নায় বিজেপি নেতা খুনে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি (BJP)। আজ সকাল থেকেই বিজেপির এই বনধকে ঘিরে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের ময়না। কার্যত বিজেপি নেতা খুনে ফুঁসছে ময়না। এদিকে ময়না পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে কথা কাটাকাটিও হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ১ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ বলে খবর। এমনকি বনধ সফল করতে দোকানপাট জোর করে বন্ধ করার অভিযোগ উঠেছে। অন্যদিকে ময়নার অন্নপূর্ণা বাজারে অবরোধ করেছেন কর্মীরা। এছাড়া বলাইপণ্ডা বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর স্ত্রীর সামনেই মারধর করে মোটরবাইকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ। এরপর বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে পরে হত্যা করা হয়েছে বলে দাবি করে বিজেপি। এই ঘটনায় তৃণমূলকে দোষীর কাঠগড়ায় তুলেছে বঙ্গ গেরুয়া শিবির।