তৃণমূল বিধায়ক-নেত্রীকে জড়িয়ে পোস্ট! শ্রীঘরে বিজেপি কর্মী

বিজেপি কর্মীর পোস্টে বিধায়কের সম্মানহানি হয়েছে বলে স্থানীয় এক তৃণমূল সমর্থক তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রতনকে।

author-image
Pallabi Sanyal
New Update
tmc bjp

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : তেহট্টের বিধায়ক তাপস সাহা ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী ইতি সরকারকে নিয়ে সোশ্যাল মাধ্যমে কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। সোমবার ধৃত রতন ভুঁইয়াকে তোলা হবে আদালতে। ইতিমধ্যেই রতনের ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করা হয়েছে ওই পোস্টটি। বিজেপি কর্মীর পোস্টে বিধায়কের সম্মানহানি হয়েছে বলে স্থানীয় এক তৃণমূল সমর্থক তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রতনকে।