নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা শেষ হচ্ছে না। এবার ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজি করা হয় বলে জানা গেছে। অভিযোগ ওঠে যে বোমার আঘাতে জখম হয়েছে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার। পঞ্চায়েত অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওরুন্দা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ১৪টি এবং বিজেপি পেয়েছে ৯টি আসন। বিজেপিকে সমর্থন করেও তৃণমূলে প্রত্যাবর্তন করেন ৩ সদস্য। এই দলবদল ঘিরেই চরমে ওঠে অশান্তি। অশান্তি এড়াতে এলাকায় পুলিশি টহল।