নিজস্ব সংবাদদাতা : বিজেপি থেকে তৃণমূলে ফিরে দণ্ডি কাটাই ডেকে আনল বিপদ! দক্ষিণ দিনাজপুরের তপনে রহস্যজনকভাবে নিখোঁজ ৪ মহিলা। বালুরঘাটে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। গোফানগরে পৌঁছিয়েছেন বিধায়ক বুধরাই টুডু। তৃণমূলের বিরুদ্ধে আদীবাসীদের অপমানের অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।
West Bengal | TMC did everything to insult them (Tribal community). I appeal to all people of the tribal community across the nation to protest against the party as they are anti-tribal: BJP state chief Sukanta Majumdar alleges that some ST community women who joined BJP, forced… pic.twitter.com/XQpYGac86J