নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের (Chattisgarh) দান্তেওয়াড়ায় নকশাল হামলায় আজ বুধবার ১১ জন ডিআরজি আধিকারিক শহীদ হয়েছেন। নকশালদের তরফে পুঁতে রাখা আইইডির জেরে ১১ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে এহেন ঘটনায় নতুন করে মুখ পুড়ল ছত্তিশগড়ের ক্ষমতাসীন কংগ্রেস সরকার। বিজেপির দাবি, নকশাল হামলা রুখতে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস। আর এর জেরেই ১১ জন পুলিশ কর্মী বলি হয়েছেন। প্রসঙ্গত, ছত্তিশগড়ে নকশালরা যে জায়গায় এই ঘটনা ঘটিয়েছে, সেটিই তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। দান্তেওয়াড়ায় নকশালদের নিয়ন্ত্রণ করা নিরাপত্তা বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। বছরের পর বছর ধরে নকশালদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে, কিন্তু এখনও পর্যন্ত এই অঞ্চলে লাল সন্ত্রাসের অবসান ঘটানো সম্ভব হয়নি। আর যা কিনা পুরোটাই কংগ্রেস সরকারের ব্যর্থতা বলে দাবি করছে বিশিষ্ট মহল।