মিলল না অনুমতি, চরম ধাক্কা খেলেন শুভেন্দু, আদালতে BJP

সভা করার অনুমতি পেলেন না বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিকে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যেই সরকারের নির্দেশে পুলিশ অনুমতি দিতে চাইছে না বলে দাবি করেছে বঙ্গ বিজেপি শিবির।

author-image
SWETA MITRA
New Update
suvendu .jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের মুখে আবারও একবার নতুন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ঘিরে জটিলতা তৈরি হল। বাঁকুড়ার সিমলাপালে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি পুলিশ। এদিকে এই নিয়ে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ গেরুয়া শিবির (BJP)। এদিকে আদালতে শুনানিতে দেরি হলে সভার তারিখ বদলের চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পটাশপুর, চন্দ্রকোনাতেও শুভেন্দু অধিকারীর সভা নিয়ে টালবাহানা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না।