নিজস্ব সংবাদদাতাঃ মনরেগা প্রকল্প নিয়ে তৃণমূলের বক্তব্যকে এবার নিশানা করলেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিজেপি (BJP) নেতা লেখেন, 'রাজ্যের মন্ত্রী শশীদির প্রেস কনফারেন্স শুনছিলাম। একশো দিনের কাজে দুর্নীতি করেছেন আপনারা এবং আপনারা হিসাব দিতে পারছেন না এবং সেই কারণে কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আপনি বলছেন এগরা বিস্ফোরণকাণ্ডের দায় নাকি ১০০ দিনের কাজে টাকা না পাওয়া? ব্রেনগুলো কি কালীঘাটে বন্ধক আছে?'
উল্লেখ্য, এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ড নিয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শশী পাঁজা, ব্রাত্য বসুরা দাবি করেছেন যে বিজেপির কিছু অমানবিক সিদ্ধান্তের জন্য মানুষ অসহায় হয়ে পড়েছে। বিপজ্জনক কাজ করতে মানুষকে রীতিমতো বাধ্য করা হচ্ছে। বাংলায় মনরেগা তহবিলের টাকা না পাওয়ায় দরিদ্র মানুষরা মরিয়া হয়ে উঠেছে।