Exclusive: নবীণ-প্রবীন তরজা, 'তৃণমূলের ধ্বংসলীলা শুরু,‘ বিস্ফোরক রাহুল সিনহা

নবীন-প্রবীণ বিতর্ক চরমে উঠেছে তৃণমূলে।

author-image
SWETA MITRA
New Update
rahul sinhh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  লোকসভা ভোটের আগেই বাংলায় শাসক দলে কার্যত নবীন–প্রবীণ দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। বা বলা ভালো প্রবীণ বনাম প্রবীণ লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট  সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়। এবার এই বিষয় নিয়ে এএনএম নিউজকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। তিনি এএনএম নিউজকে জানান, ‘প্রবীণ-নবীন কিছুই না। মূলত মুখ্যমন্ত্রীর গদি নিয়ে পিসি ও ভাইপোর মধ্যে লড়াই শুরু হয়েছে। আর সেই কারণের জন্য এখন তৃণমূল দলটা আড়াআড়ি দুভাগে বিভক্ত হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রবীণ, তাপস রায়ও প্রবীণ। এরা দুজনেই তৃণমূলের একদম শুরু থেকে আছে। তবে আমি মনে করি, এই যে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াই তৃণমূলকে শেষ ধ্বংসলীলায় নিয়ে যাবে।'