নিজস্ব সংবাদদাতাঃ কুন্তল ঘোষের চিঠি মামলায় চরম বিপাকে পড়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে ক্লিনচিট দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিকে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আর এই নিয়েই এবার সরব হলেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। আজ বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, 'অভিষেক ব্যানার্জি আপনি সর্বদা দাবি করেছেন যে আপনি সৎ। আপনি এও দাবি করেছেন যে দোষী প্রমাণিত হলে আপনি ফাঁসিতে ঝুলবেন। একদিকে আপনি বলছেন যে আপনি যে কোনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত। অন্যদিকে আপনি জিজ্ঞাসাবাদের যাতে মুখোমুখি হতে না হয় তার জন্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন। তদন্তের মুখোমুখি হন।'