বিজেপির ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধ! সাত সকালে পথে অগ্নিমিত্রা পাল

বুধবার সকাল ৬টা থেকে বিজেপির বাংলা বনধ শুরু হয়েছে। তবে জানা গিয়েছে, আজ সাত সকালেই পথে নেমে বনধের মিছিলে সামিল হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

author-image
Probha Rani Das
New Update
vvvbcvv70

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর ডাকা নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশের কাঁদানে গ্যাস এবং জলকামানে আহত হয়েছেন বহু মানুষ। সেই নিয়ে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে রাজ্য বিজেপি।

vvvbcvv71

বুধবার সকাল ৬টা থেকে বিজেপির বাংলা বনধ শুরু হয়েছে। তবে জানা গিয়েছে, আজ সাত সকালেই পথে নেমে বনধের মিছিলে সামিল হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি রাস্তায় চলাচলরত বাস, গাড়ি ড্রাইভারদের বনধ পালন করার আবেদন জানিয়েছেন। তিনি বনধ মানার জন্য ভবানীপুরে রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন।