বাসে ভাঙচুর, ভয়ে কাঁপছেন বাস চালকরা, বনধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যে

রাস্তায় সরকারি বাস নামলেও কার্যত প্রাণভয়ে হেলমেট পড়ে সরকারি বাস চালাচ্ছেন বিভিন্ন বাসের চালক। সব মিলিয়ে বিজেপির ডাকা বনধকে ঘিরে অশান্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা।

author-image
SWETA MITRA
New Update
bjp bandh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির (BJP) ডাকা ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। কোচবিহার শহরের কাছাড়ি মোড়ে একটি বাসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাস লক্ষ্য করে ইট অবধি ছোঁড়া হয়েছে। যার জেরে ভেঙে গিয়েছে বাসের সামনের অংশ। এদিকে এহেন অতর্কিত হামলার কারণে আহত হয়েছেন ওই বাসের চালক। এদিকে রাস্তায় সরকারি বাস নামলেও কার্যত প্রাণভয়ে হেলমেট পড়ে সরকারি বাস চালাচ্ছেন বিভিন্ন বাসের চালক। সব মিলিয়ে বিজেপির ডাকা বনধকে ঘিরে অশান্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। উল্লেখ্য, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliyaganj) এক নাবালিকাকে ধর্ষণ করে খুন ও বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় সরব হয়েছে বঙ্গ বিজেপি। আর এই দুই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার উত্তরবঙ্গের  জেলায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে গেরুয়া শিবির।