একসঙ্গে হেরে গেল বিজেপি-কংগ্রেস, জিতে গেল এই দল

উপনির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেডি প্রার্থী দীপালি দাস, কংগ্রেসের তরুণ পাণ্ডে ও বিজেপির তঙ্কধর ত্রিপাঠীর মধ্যে।

author-image
SWETA MITRA
New Update
bjd .jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ওড়িশাতেও হেরে গেল কংগ্রেস ও বিজেপি। ওড়িশার ঝাড়সুগুড়া বিধানসভা  
 (Jharsuguda Bypoll) আসনের উপনির্বাচনে বিজু জনতা দলের (BJD) প্রার্থী দীপালি দাস জয়ী হয়েছেন। তিনি ১,০৭১৯৮ ভোট পেয়েছেন। ওড়িশার প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের মেয়ে দীপালি দাসের জয়ের পর বিজু জনতা দলের কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা দীপালী দাসের সমর্থনে স্লোগান দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, উপনির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেডি প্রার্থী দীপালি দাস, কংগ্রেসের তরুণ পাণ্ডে ও বিজেপির তঙ্কধর ত্রিপাঠীর মধ্যে। গত ২৯ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়।