আদিবাসীদের বঞ্চনা করার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে, আদিবাসী সেঙ্গেল অভিযান। তবে ঝাড়গ্রাম জেলায় আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের প্রভাব সেভাবে পড়েনি।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম আদিবাসী সেঙ্গেল অভিযানের ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের কলাবনি থেকে বাইক ব়্যালির আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চা বাগানে কর্মরত আদিবাসী শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান, বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোয় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে আইনি কঠোর ব্যবস্থা নিতে হবে অ-আদিবাসীদের সমস্ত ফেক ST সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার রক্ষার স্বার্থে, সাঁওতালি শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকাঠামো গঠন করে পঠন-পাঠনের দাবিতে, আদিবাসীদের বঞ্চনা করার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে, আদিবাসী সেঙ্গেল অভিযান। তবে ঝাড়গ্রাম জেলায় আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের প্রভাব সেভাবে পড়েনি।