BREAKING: নিয়োগ দুর্নীতি! জিতে গেলো মমতার সরকার

রাজ্যে একের পর এক দুর্নীতির জট খুলছে। এবার পুর নিয়োগ দূর্নীতি নিয়ে বড় জয় পেলো রাজ্য সরকার। সিবিআই তদন্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। এবার মামলা করতে পারবে রাজ্য সরকার। সেই অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality Scam) সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার (State Govt)। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের (Division Bench)। চলতি সপ্তাহে রয়েছে শুনানির সম্ভাবনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপর বেঞ্চ বদল হলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রমোটার অয়ন শীলের (Ayan Shil) একাধিক তথ্য এবং নথি খতিয়ে দেখে সিবিআই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। রাজ্যের একাধিক পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।