নিজস্ব সংবাদদাতা: এবার ওড়িশার ব্রহ্মপুর পুলিশ একটি জাল শিক্ষা শংসাপত্রের র্যাকেট ফাঁস করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দৈতারি বেহেরা এবং অমৃত প্রসাদ বেহেরা গঞ্জাম জেলার খালিকোট থানার অধীনে লাঙ্গালেশ্বর গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত অন্য দুই ব্যক্তি হলেন ঢেঙ্কনাল জেলার প্রশান্ত কুমার সাহু এবং কটক জেলার কিশোর কুমার বেহেরা। আরও তদন্ত চলছে।