নিজস্ব সংবাদদাতা: জাপানের হিরোশিমায় চলছে জি-৭ বৈঠক। সেখানেই উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। গতকালই বৈঠকের পূর্বে জো বাইডেনের সঙ্গে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে জানা যাচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে কথোপকথন হয়েছে নরেন্দ্র মোদীর।
সেখানে জো বাইডেন জানিয়েছেন, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এতটাই বেশি যে নরেন্দ্র মোদীর আমেরিকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময় তাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য প্রচুর মানুষের আবেদন আসে তার কাছে। একই কথা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অটোগ্রাফ চান আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।