নিজস্ব সংবাদদাতা: সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডানকুনিতে। ডানকুনিতে সকাল ৭ টা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশেপাশে আরও কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।