বড় খবরঃ সোনার গহনা পালিশ করার নাম করে গহনা নিয়ে চম্পট! গ্রেফতার ২

অন্ডালে সোনার গহনা পালিশ করার নাম করে গহনা নিয়ে চম্পট। ২৪ ঘণ্টার মধ্যে অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে আটক দুই দুষ্কৃতী, পরে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছিলো অন্ডালের পুরানো থানা রোড এলাকায়।

author-image
Probha Rani Das
New Update
vcvvbn14.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অন্ডালে সোনার গহনা পালিশ করার নাম করে গহনা নিয়ে চম্পট২৪ ঘণ্টার মধ্যে অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে আটক দুই দুষ্কৃতী, পরে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছিলো অন্ডালের পুরানো থানা রোড এলাকায়। 

vcvvbn13.jpg

ঘটনার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অন্ডাল পুরাতন থানা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে আসে দু'জন যুবক। সোনার অলংকার পালিশ করার কাজ করে বলে পরিচয় দেয় তারা । তাদের কথায় বিশ্বাস করে বেশ কিছু সোনার অলংকার পালিশ করবার জন্য দেয় বৈশাখী ভট্টাচাৰ্য নামের এক মহিলা। সুযোগ বুঝে সেই সোনার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । 

vcvvbn12.jpg

গোটা ঘটনাটা ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরাতে । শনিবার ঐ মহিলা অন্ডাল থানাতে বিষয়টি জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ওই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ, পরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই ব্যক্তি অমিত কুমার শাহ (৩৫) ও অমিত কুমার (২৮),গ্রাম একদ্বারা,থানা বুদ্ধচক,জেলা ভাগলপুর। রবিবার ধৃত দুই আসামীকে দুর্গাপুর আদালতে তোলে পুলিশ। তাঁদের জিজ্ঞাসা বাদ করে আরও তথ্য পেতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করা হয় মহামান্য আদালতের কাছে। 

Adddd