কালীঘাটের পর হাজরা। তারপর ল্যান্সডাউন। এবার বদল হতে চলেছে ল্যান্সডাউন প্লেসের নাম। নয়া নাম হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় সরণি। প্রয়াত শিল্পীর স্বরণেই নাম বদল।
নিজস্ব সংবাদদাতা: বদলে যাবে ল্যান্সডাউন প্লেসের (Lansdowne Place)। নয়া নাম হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় সরণি। প্রয়াত শিল্পীকে স্মরণে রাখতে উদ্যোগ কলকাতা পুরসভার।