তাপপ্রবাহ! বড় ঘোষণা 'মানবিক' মুখ্যমন্ত্রীর

শনিবার ঈদের জন্য বন্ধ থাকবে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পুরো সপ্তাহটাই ছুটি থাকছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তার ওপর বইছে লু। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরনো মুশকিল হয়ে পড়েছে। আর এসব কথা ভেবেই রবিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করার ঘোষণা করলেন তিনি।  শনিবার পর্যন্ত চলবে এই ছুটি।শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য সরকারের তরফে।  শনিবার ঈদের জন্য বন্ধ থাকবে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পুরো সপ্তাহটাই ছুটি থাকছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।