নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সি কার? সিদ্দারামাইয়া নাকি ডি কে শিবকুমারের? সেই সিদ্ধান্ত এখনও নিতে পারেনি কংগ্রেস (Congress) নেতৃত্ব। গতকাল থেকে দফায় দফায় দিল্লিতে বৈঠক চলছে, তারপরেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি কংগ্রেস। এরই মাঝে উঠল বড় দাবি, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) করা হোক কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী। এমনই চাইছেন বেঙ্গালুরুর মানুষ। জানা গিয়েছে, কর্ণাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে পিসিসি অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। তাঁদের দাবি যে, 'কর্ণাটকে এসসি সম্প্রদায়ের একটি বিশাল জনসংখ্যা রয়েছে। সেই কারণেই আমরা মল্লিকার্জুন খাড়গেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।'