নিজস্ব সংবাদদাতা: গুজরাতে গিয়ে দুর্ঘটনার শিকার পূর্ব ও পশ্চিম বর্ধমানের ৯ পর্যটক। ঘটনায় মৃত ৫। মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটেছে রবিবার। গুজরাতের গির জঙ্গল থেকে ফেরার সময় আমেদাবাদ-গুজরাত জাতীয় সড়কে সুরেন্দ্রনগর থানা এলাকায় একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে পর্যটকদের গাড়ি।
মৃতদের মধ্যে আসানসোলের এক মহিলা রয়েছেন। নাম শুক্লা চট্টোপাধ্যায় (৫৬)। তাঁর স্বামী মানবেন্দ্র চট্টোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় গুজরাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।
অপরদিকে, মৃতের অভিযোগ মা-সহ অন্য আত্মীয়দের দেহ আনতে গিয়ে অথৈ জলে পড়েছেন শুক্লার ছেলে আবির্ভাব চট্টোপাধ্যায়। মৃতদেহগুলির জন্য সামান্য বরফ পাননি তিনি। এমনকী ফোন করে তাঁর কাছে অহেতুক টাকা চাওয়া হচ্ছে ৷