বাংলাদেশে একের পর এক ভারত বিরোধী স্লোগান- বাংলাদেশীদের এবার 'কুকুর' বললেন দিলীপ ঘোষ

বাংলাদেশে একের পর এক ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশীদের এবার সরাসরি 'কুকুর' বললেন দিলীপ ঘোষ, কেনো? জানুন বিস্তারিত...

author-image
Debapriya Sarkar
New Update
dilip ghoshhq1.jpg

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান শোনা যাচ্ছে, যা প্রতিবেশী দেশটির সম্পর্ককে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র ভাষায় মৌলবাদী নেতাদের আক্রমণ করেছেন। তিনি বলেন, “সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না,” যা তার সমালোচকদের প্রতি একটি কঠিন কটাক্ষ ছিল।

Bangladesh

এছাড়াও, দিলীপ ঘোষ কট্টপন্থী নেতাদের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করে বলেন, “এরা ভিখারির মতো। তারা যেখান থেকে সাহায্য পায়, সেই স্থানকেই আক্রমণ করছে।” তার এই বক্তব্যে তিনি ইঙ্গিত করেছেন যে, যারা ভারত বিরোধী স্লোগান তুলছে, তারা নিজেদের অযোগ্যতা ও অসন্তুষ্টির প্রকাশ করছেন।

dilipangry

এভাবে ভারতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে এবং এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।