নিজস্ব সংবাদদাতাঃগতকাল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান দেশে অন্তর্বর্তী সরকার গড়ে তোলার ঘোষণা করেন।
আজ বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন সংবাদমাধ্যম মঙ্গলবার রাতে এই খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশের ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।এরপর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও চূড়ান্ত করা হবে।