১২ ঘন্টার বাংলা বনধের ডাক, হবে কি দাবি পূরণ?

এদিকে বনধ কর্মসূচির জেরে বাড়ির বাইরে বেরিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। সরকারি বাস চলাচল করলেও তা আটকে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। অশান্তি রুখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

author-image
Pallabi Sanyal
New Update
আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বনধ

আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ

নিজস্ব সংবাদদাতা : আদিবাসী মহিলাদের দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বনধ শুরু হয়েছে। সাংবিধানিক অধিকার রক্ষা সহ ৫ দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই মতোই বনধ সফল করতে সমর্থনে বালুরঘাট হিলি মোড়ে শুরু হয়েছে বনধ সমর্থনকারী পিকেটিং।জঙ্গল মহল ও উত্তর দিনাজপুরে বনধের প্রভাব পড়েছে। দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  এদিকে বনধ কর্মসূচির জেরে বাড়ির বাইরে বেরিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। সরকারি বাস চলাচল করলেও তা আটকে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। অশান্তি রুখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।