নবজোয়ার যাত্রা : অভিষেকের রোড শোয়ের আগেই মৃত্যু!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথে প্রস্তুতি সব ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা শুভেন্দু গুহ। কিন্তু তারপরেও বাড়ি আসা হল না শুভেন্দুর।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek upset

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের নবজোয়ার যাত্রার (Nabojoar Yatra) ১৯ দিন। শনিবার মেমারি-জামালপুর রোডে জনসংযোগ কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগেই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলো মেমারি (Memari)। অভিষেক আসবেন বলে কথা। দলীয় কর্মসূচির প্রস্তুতিতে রাখা যাবে না কোনো খামতি। অভিষেকের যাত্রাপথে দলীয় পতাকা ঠিক করে লাগানো হয়েছে কিনা, প্রস্তুতি সব ঠিক আছে  কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার রাতে  বাড়ি থেকে বেরিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা শুভেন্দু গুহ। প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে  ভাল ভাবেই । কিন্তু তারপরেও বাড়ি ফেরা হল না শুভেন্দুর। এমনকি হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তার স্কুটারের সঙ্গে ধাক্কা লাগে একটি বেপরোয়া গাড়ির। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।