নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ইডির (ED) নজরে ধৃত প্রোমোটার অয়ন শীলের (Ayan Seal)বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নিয়োগ দুর্নীতির লেনদেন তাদের অ্যাঙ্কাউন্টের মাধ্যমেও হয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তন্তকারী সংস্থার। গত সপ্তাহে অয়নকে আদালতে পেশ করা হলে বিচারক প্রশ্ন করেছিলেন, কেন অয়নের বাড়ির লোকেদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এরপর বুধবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অয়নের বৃদ্ধ বাবা-মা। পাশাপাশি, তলব করা হয়েছে অয়নের স্ত্রী কাকলী ও ছেলে অভিষেককে। তাদের আগামী শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অয়নের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কো-ডিরেক্টর ছিলেন স্ত্রী কাকলী। মূলত, পরিবারের লোকেদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছেন অয়ন। সেই বিষয়েই এবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পরিবারের সদস্যদের তলব করেছে ইডি।