নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক কমিউনিটি ইভেন্টে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর বক্তব্যের পরই তাঁর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান বিরোধী দলীয় নেতা পিটার ডাটন। অস্ট্রেলিয়ান বিরোধী দলীয় নেতা বলেন,' তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) একজন মহান নেতা। ভারতের সাথে আমাদের যে চমৎকার সংযোগ রয়েছে তা আরও গভীর হচ্ছে। আমি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।' জানা গেছে , অস্ট্রেলিয়ান বিরোধী দলীয় নেতার সঙ্গে নরেন্দ্র মোদী বাণিজ্য এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে।