নিজস্ব সংবাদদাতাঃ মাফিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদ (Atiqe Ahmed)-কে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। উমেশ পাল (Umesh Pal) হত্যাকাণ্ডে আদালতে জমা দেওয়া ইউপি পুলিশের চার্জশিটে আতিক আহমেদের রেকর্ড করা বয়ানের উল্লেখ রয়েছে। আতিক আহমেদের বক্তব্য অনুযায়ী, 'আমার কাছে অস্ত্রের অভাব নেই, কারণ পাকিস্তানের আইএসআই এবং সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে আমার সরাসরি যোগাযোগ রয়েছে। ড্রোনের সাহায্যে পাঞ্জাব সীমান্তে পাকিস্তান থেকে অস্ত্র ফেলা হয় এবং স্থানীয় সংযোগ সেগুলি সংগ্রহ করে। জম্মু ও কাশ্মীরের জঙ্গিরা পাচারের মাধ্যমে অস্ত্র পায়। পুলিশ যদি আমাকে সঙ্গে নিয়ে যায়, তাহলে আমি ওই অর্থ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাহায্য করতে পারব।'