নিজস্ব সংবাদদাতা: আজ নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক শিবির সহ গোটা দেশবাসী অপেক্ষা করে আছে এই ফলাফলের জন্য।
/anm-bengali/media/media_files/sQgZTewoLzwhXJuQMhzN.jpg)
সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের ৪৬৫টি আসনের প্রাথমিক ট্রেন্ডস অনুসারে, বিজেপি ২১৬টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ৭৮টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি ২৯টি আসনে এগিয়ে রয়েছে।
/anm-bengali/media/media_files/RZD62bLNaamkYeGCZDUI.jpg)
/anm-bengali/media/post_attachments/613525dea0a75dbb5c4f7cdeca27fe485d273a00f3594755e127906bc04be457.webp)