নিজস্ব সংবাদদাতাঃ ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে মিশরে পৌঁছেছেন। জানা গেছে , এই সফরে তিনি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলি জোরদার করবেন। মিশরের সেনাবাহিনীর সঙ্গেও মনোজ পান্ডে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে এই সফরে তিনি আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই তার এই সফরকে ঘিরে তৈরী হয়েছে উত্তেজনা।