নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ২৪৬ জন ভারতীয়কে নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান বৃহস্পতিবার মুম্বাইয়ে অবতরণ করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ জেদ্দা থেকে উড্ডয়ন করা বিমানটি বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ে অবতরণ করে। এর আগে বুধবার সৌদি আরবের জেদ্দা থেকে ৩৬০ জন ভারতীয়কে নিয়ে প্রথম বিমান দিল্লিতে অবতরণ করেছিল।