নিজস্ব সংবাদদাতা: এবার নজরে বীরভূমের রামপুরহাটের কনস্টেবল। মাত্র ৪ বছরের মধ্যে কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন বারুইপুরের এই কনস্টেবল? তদন্ত শুরু করেছে এসিবি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কনস্টেবল মনোজিৎ বাগীশকে। বারুইপুরে প্রাসাদের মতো বাড়ি, ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছেন তিনি। এছাড়াও ৭৫ লক্ষ টাকার ১২টি এফডি এবং প্রায় ১০ লক্ষ টাকার জীবন বীমার হদিশ পাওয়া গেছে। আদালতে এমনটাই দাবি করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা। ২৮ তারিখ পর্যন্ত এসিবি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। বান্ধবীকে ১২ লক্ষ টাকার গাড়ির উপহার দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে উপহার দেওয়া গাড়ির ট্যাংক ভাউচারের ঠিকানায় পাওয়া যায়নি বান্ধবী বুলা কর্মকারের বাড়ির হদিশ। এছাড়াও জানা গেছে যে বান্ধবীর অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা পাঠিয়েছিলেন তিনি। কনস্টেবলের উপহারে সম্পত্তির পাহাড়ে বসে রয়েছেন বান্ধবীও।