নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপের কথা ট্যুইট করে জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার ট্যুইট থেকে জানা যায় যে নিউটাউনের বাজার এলাকায় ট্রাফিক আইন বাবদ ৫০০ টাকা চালু করেছিল এনকেডিএ। অথচ বিষয়টি মুখ্যমন্ত্রী জানতেন না বলেই তিনি দাবি করেছেন। তিনি এও জানিয়েছেন যে বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল। পুলিশকেও জানানো হয়েছে বিষয়টি।