মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ বাংলাদেশির! BSF-এর তল্লাশিতে মিলল ভারতীয় আধার, প্যান কার্ড

বিএসএফের নিরাপত্তায় কড়া তল্লাশির সময় এক বাংলাদেশির কাছে থেকে একটি ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে।

author-image
Probha Rani Das
New Update
vdfgd29.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের কোচবিহারে এনামুল হক সোহেল নামে এক বাংলাদেশি ও তার স্ত্রী আনজিদা জিনা এলাহী রংপুর থেকে মেডিকেল ভিসায় ভারতে আসেন। বিএসএফের নিরাপত্তায় কড়া তল্লাশির সময় তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়।

vdfgd28.jpg

জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে যে তিনি জালিয়াতির মাধ্যমে গ্রেটার নয়ডা থেকে ভারতীয় আইডি সংগ্রহ করেছিলেন। FRRO কলকাতার পরামর্শ ও নির্দেশে তাঁর ইমিগ্রেশনকে এন্ট্রি রিফিউসাল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাঁর ভুয়ো পরিচয়পত্র গুলো বাজেয়াপ্ত করা হয়েছে।