নিজস্ব সংবাদদাতাঃপশ্চিমবঙ্গের কোচবিহারে এনামুল হক সোহেল নামে এক বাংলাদেশি ও তার স্ত্রী আনজিদা জিনা এলাহী রংপুর থেকে মেডিকেল ভিসায় ভারতে আসেন। বিএসএফের নিরাপত্তায় কড়া তল্লাশির সময় তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে যে তিনি জালিয়াতির মাধ্যমে গ্রেটার নয়ডা থেকে ভারতীয় আইডি সংগ্রহ করেছিলেন। FRRO কলকাতার পরামর্শ ও নির্দেশে তাঁর ইমিগ্রেশনকে এন্ট্রি রিফিউসাল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাঁর ভুয়ো পরিচয়পত্র গুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
Cooch Behar, West Bengal: Enamul Haque Sohail and his wife Anjida Zina Elahi came from Rangpur, Bangladesh, to enter India on a medical visa. During a security check by the BSF, an Indian Aadhaar card and PAN card were recovered from him. It was revealed during questioning that… pic.twitter.com/LKycfzpZ7Z