নিজস্ব সংবাদদাতা: শুক্রবার তামিলনাড়ুতে বিরুধুনগর জেলার শিবাকাশীর কাছে নারায়ণপুরম পুথুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা।
/anm-bengali/media/post_attachments/1cfd3ffb6064132c93d188114a306956143e3adf4f3694f03484a9e42f456378.png?w=801&auto=format%2Ccompress&fit=max&format=webp&dpr=1.0)
এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছে।

আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে ওই আতশবাজি তৈরির কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে, তার বিস্তারিত তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।
/anm-bengali/media/post_attachments/4cdcdac2de49a9811fbc7c9d85603954ffcf669d362d02da8257a630c66a1465.webp)