নিজস্ব সংবাদদাতাঃ আবারও থরথর করে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। আজ বুধবার নতুন করে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে (Afganistan) রিখটার স্কেলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
উল্লেখ্য, মঙ্গলবারই আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৯৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এনসিএস জানিয়েছে, আফগানিস্তানের ফয়জাবাদে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ১ মিনিট ৫৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এনসিএস টুইট করে জানায়, "৫.১ মাত্রার ভূমিকম্পটি ০২-০৫-২০২৩, ভারতীয় সময় ১৬:০১:৫৬ নাগাদ আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল যথাক্রমে ৩৬.৮৬ অক্ষাংশ এবং ৭১.৫৯ দ্রাঘিমাংশ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।