নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুতে চরম অস্বস্তিতে বিজেপি (BJP)। জানা গিয়েছে, আজ বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের (K Annamalai) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। যদিও আদালত মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করেছে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল চেন্নাইয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ডিএমকে মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ডিএমকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতির বিবরণও প্রকাশ করেন আন্নামালাই।