ঘরহারা হতে চলেছেন  অমর্ত্য সেন? বিশ্বভারতীকে চিঠি নোবেলজয়ীর

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র গেটে উচ্ছেদের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা নিয়ে শোরগোল পড়ে যায়।

author-image
আপডেট করা হয়েছে
New Update
Amartya sen

 

নিজস্ব সংবাদদাতাঃ  নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র গেটে উচ্ছেদের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এবার সেই নোটিশের আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেন। এই নোটিশে উল্লেখ করা হয়, ১৯ এপ্রিল এই জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামিকাল বুধবার নোটিশ অনুযায়ী হেস্তনেস্ত হওয়ার কথা। তবে তার আগে ১৭ এপ্রিলই বিশ্বভারতীকে চিঠি দিলেন অমর্ত্য সেন। বিশ্বভারতীকে অমর্ত্য সেন চিঠিতে লিখেছেন, ইজারার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কেমন করে কেউ এই জমি দাবি করতে পারেন? ‘প্রতীচী’–র জমির আইনশৃঙ্খলা এবং শান্তিরক্ষার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সেটাই অমর্ত্য সেন চিঠি দিয়ে মনে করিয়ে দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে।