নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জন্মদিনের আগেই ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির দ্বিতীয় টিজার। এদিন অভিনেতা নিজেই শেয়ার করলেন ‘পুষ্পা’ অবতারে তাঁর বিশেষ লুক। আর তা দেখে অভিভূত নেটিজেনরা। ছবিটিতে দেখা যাচ্ছে শাড়ি ও সোনার গয়না পরে রয়েছেন তিনি। গলার লেবুর মালা। শরীরের নীল রং ও বাকি বেশভূষায় মনে হচ্ছে যেন কোনও দেবীর সাজে সেজেছেন তিনি। তবে তাঁর হাতে ধরা রয়েছে বন্দুক।