ভাইপো আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে?
নিজস্ব সংবাদদাতা: বিএসপি নেত্রী মায়াবতী তাঁর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে (Ramdas Athawale) বলেছেন, "... যদি তিনি (আকাশ আনন্দ) বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মিশনকে এগিয়ে নিয়ে যেতে চান তবে তাঁর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেওয়া উচিত। উনি (আকাশ আনন্দ) দলে যোগ দিলে উত্তরপ্রদেশে আরও শক্তি পাবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া।"
ফাইল চিত্র
#WATCH | Lucknow: On BSP chief Mayawati expelling her nephew Akash Anand from the party, Union Minister Ramdas Athawale says, "...If he (Akash Anand) wants to take forward the mission of Baba Saheb Bhimrao Ambedkar, he should join the Republican Party of India...If he (Akash… pic.twitter.com/gYu7XcwuPT