নিজস্ব সংবাদদাতাঃ সুদানের রাজধানী খার্তুমে ফের বিমান হামলার ঘটনা ঘটে। সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ফের শুরু হয়েছে সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে সুদানে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। এছাড়াও ১০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তবে ফের খার্তুমে এই ভয়াবহ হামলার জেরে বেশ চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভয়াবহ সংঘর্ষের জেরে সুদানে শুরু হয়েছে খাদ্য সংকট।