নিজস্ব সংবাদদাতা: সুদানে যুদ্ধ বিরতি সত্ত্বেও শনিবার খার্তুমে সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সামরিক বাহিনী খার্তুমে বিমান হামলা ও আর্টিলারি আঘাত হেনেছে বলে জানা গেছে। এই ঘটনার জেরে বেশ কয়েকজন বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দীর্ঘদিন ধরে চলা ক্ষমতার দ্বন্দ্বে গত ১৫ই এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই যুদ্ধ সুদানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। যারফলে সুদান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে।