নিজস্ব সংবাদদাতা: এনডিএ জোটের সঙ্গে আজ এআইএডিএমকে আনুষ্ঠানিকভাবে জোট ভঙ্গ করল। এরপর মুখ খুললেন এআইএডিএমকে নেতা কোভাই সাথয়ান। তিনি বলেন, 'জোটের পবিত্রতা রক্ষার জন্য আমরা স্ট্যাটাস মেনটেন করেছি। কে আন্নামালাই বারবার আমাদের নেতা এবং প্রতিষ্ঠাতাদের নিয়ে কটাক্ষ করেছেন। তিনি আমাদের মতাদর্শ এবং নীতির সমালোচনা করেছেন। এমনকি তিনি আমাদের মিছিলের সমালোচনা করেছেন যেখানে ১৫ লক্ষ মানুষের জনসমুদ্র দেখা যায় এবং ঐতিহাসিক অনুষ্ঠান হয়ে ওঠে। তামিলনাড়ুর কথা উঠলে বিজেপির এআইএডিএমকে-কে দরকার, এআইএডিএমকে-র বিজেপিকে নয়'।
'বিজেপির এআইএডিএমকে-কে দরকার, এআইএডিএমকে-র বিজেপিকে নয়'
এআইএডিএমকে আজ এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। এবার এই নিয়ে মুখ খুললেন এআইএডিএমকে নেতা।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এনডিএ জোটের সঙ্গে আজ এআইএডিএমকে আনুষ্ঠানিকভাবে জোট ভঙ্গ করল। এরপর মুখ খুললেন এআইএডিএমকে নেতা কোভাই সাথয়ান। তিনি বলেন, 'জোটের পবিত্রতা রক্ষার জন্য আমরা স্ট্যাটাস মেনটেন করেছি। কে আন্নামালাই বারবার আমাদের নেতা এবং প্রতিষ্ঠাতাদের নিয়ে কটাক্ষ করেছেন। তিনি আমাদের মতাদর্শ এবং নীতির সমালোচনা করেছেন। এমনকি তিনি আমাদের মিছিলের সমালোচনা করেছেন যেখানে ১৫ লক্ষ মানুষের জনসমুদ্র দেখা যায় এবং ঐতিহাসিক অনুষ্ঠান হয়ে ওঠে। তামিলনাড়ুর কথা উঠলে বিজেপির এআইএডিএমকে-কে দরকার, এআইএডিএমকে-র বিজেপিকে নয়'।