নিজস্ব সংবাদদাতাঃ হিংসায় বিধ্বস্ত মণিপুরকে (Manipur) নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। সাধারণ মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে দোকান, মন্দির সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেকে মণিপুরকে প্যালেস্টাইনের সঙ্গেও তুলনা করেছেন। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল রেল। জানা গিয়েছে, মণিপুরের বর্তমান আইন-শৃঙ্খলা, পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মণিপুরগামী সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (North East Frontier Railway) সিপিআরও সব্যসাচী দে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ মণিপুরে কোনও ট্রেন ঢুকবে না। মণিপুর সরকার ট্রেন চলাচল বন্ধ করার পরামর্শ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'