৪.৫ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

আজ বৃহস্পতিবার অবশেষে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এদিন ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই ট্রেনের উদ্বোধনকে ঘিরে সেজে উঠেছে উড়িশ্যা।

author-image
SWETA MITRA
New Update
modi job.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার অবশেষে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এদিন ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে এই ট্রেনের উদ্বোধনের আগে উড়িশ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান জানান, 'সমস্ত ওড়িয়া মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ দ্রুতগতির বন্দে ভারত ট্রেন দেশকে নতুন পরিচয় দিয়েছে। আজ রাজ্যের জন্য শুভ দিন।' এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 'আজ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করে ৪.৫ কোটি ওড়িয়ার স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী রাজ্যে ৮২০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।'