'রাজ্যকে ১ নম্বরে তুলতে হবে,' বিরাট অঙ্গীকার প্রধানমন্ত্রীর

কর্ণাটক রাজ্যের তিনটি প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং জেডিএস ভোটারদের আকৃষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলেই কিছু না কিছু প্রতিশ্রুতি দিচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
modi kar.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আর একদিন পরেই অর্থাৎ আগামীকাল ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট (Karnataka Assembly Elections) শুরু হবে। তার আগে কর্ণাটকবাসীর নজর কাড়তে বিশেষ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের স্বপ্ন মানে আমার নিজের স্বপ্ন। আপনাদের সংকল্পই আমার সংকল্প। আমরা চাই কর্ণাটক বিনিয়োগ, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বদা এক নম্বরে থাকুক। কর্ণাটককে এক নম্বর করার জন্য আমি আপনাদের সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দেওয়ার অনুরোধ করছি।'

এদিন দেশের অর্থনীতিতে কর্ণাটকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। শীঘ্রই আমাদের নিশ্চিত করতে হবে যে ভারত যেন বিশ্বের শীর্ষ তিন নম্বর স্থানে থাকে।  এটা তখনই সম্ভব যখন কর্ণাটকের অর্থনীতি দ্রুত গতিতে বিকশিত হবে।" 

  প্রধানমন্ত্রী আরও বলেন, 'করোনার সময়েও কর্ণাটকে বিজেপির নেতৃত্বে বছরে ৯০ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ হয়েছে। তবে পূর্ববর্তী সরকারগুলির সময় কর্ণাটকে বার্ষিক প্রায় ৩০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগ হয়েছিল। কর্ণাটকের তরুণদের প্রতি এটাই বিজেপির অঙ্গীকার।' দেখুন ভিডিও...