নিজস্ব সংবাদদাতাঃআরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনানিয়ে ফের সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, “আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট সন্দীপ ঘোষকে মাঝপথ থেকে গ্রেফতার করে সিবিআই। প্রথম দিন থেকেই আরজি কর কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেনসন্দীপ ঘোষ এবং নির্যাতিতা সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করেন।
ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করা এবং তৃণমূলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রক্ষা করার নির্লজ্জ প্রয়াস তৃণমূলের নিছক চর হিসাবে তাঁর ভূমিকাকে তুলে ধরে, নিজের দায়িত্ব পালনের পরিবর্তে আদেশ অনুসরণ করে। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা আশা করি সত্যটি শীঘ্রই প্রকাশিত হবে এবং ন্যায়বিচার পরিবেশিত হবে। পশ্চিমবঙ্গের মানুষ এই ভয়াবহ অপকর্মের জন্য জবাবদিহি দাবি করে।”
The arrest of Sandip Ghosh, the former Superintendent of RG Kar Hospital, by the CBI from mid-road, underscores the depth of his corruption and failure. From day one, Ghosh tried to hush up the RG Kar scandal and made insensitive comments about the victim. His blatant attempt to… pic.twitter.com/JGqAz4eIxZ