এগরা : ভানু বাগের গ্রেফতার প্রহসন মাত্র! ট্যুইট অগ্নিমিত্রার

ভোট পরবর্তী হিংসা হোক বা কোনো দুর্ঘটনা, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতের পুতুল হয়ে গিয়েছে বলে বার বার সুর চড়িয়েছে বিজেপি। এমনকি, পুলিশের সামনে হিংসাত্মক ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ।

author-image
Pallabi Sanyal
New Update
agnimitra

অগ্নিমিত্রা পল

নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের গ্রেফতারি আসলে একটি প্রহসন। ট্যুইট করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সুর চড়িয়ে তিনি বলেন, সরকার চাকরি দিতে ব্যর্থ। ফলে এ রাজ্যের বাসিন্দারা  আতশবাজির কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে যেখানে বোমা তৈরি করা হয়। যখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখনই মুখ্যমন্ত্রী আতশবাজি বিস্ফোরণের গল্প ফাঁদেন বলেও সরাসরি নিশানা করেছেন অগ্নিমিত্রা। পুলিশেরও হাত পা বাঁধা বলে ট্যুইট বার্তায় উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা হোক বা কোনো দুর্ঘটনা, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতের পুতুল হয়ে গিয়েছে বলে বার বার সুর চড়িয়েছে বিজেপি। এমনকি, পুলিশের সামনে হিংসাত্মক ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। ভানু বাগের গ্রেফতারিও প্রহসন বলেই উড়িয়েছে গেরুয়া শিবির। ফের নিশানায় পুলিশ। বার বার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।