নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিনই ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। শনিবার সকালে পর পর দুটি ট্যুইট করেছেন অগ্নিমিত্রা, যেখানে তিনি উল্লেখ করেছেন, গত বছর মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লাখ। এ বছর মাধ্যমিকে ৪ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।আগের বছর পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। এ বছর ৮৬.১৫ শতাংশ। পরীক্ষা দিয়েছে ৫,৬৫,৪২৮ জন পরীক্ষার্থী। এই তথ্য সামনে রেখে মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি বিধায়ক জানতে চান, কেন শিক্ষার্থীরা মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে?
আরেকটি ট্যুইটে অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কীভাবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক হয়ে গেল? এ বছর পাশের হার কমেছে কেন? কেন শুধুমাত্র ১.৬৭ শতাংশ প্রথম বিভাগে পাশ করলো? কোভিডের সময় শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে এবং পড়ুয়ারা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এর জন্য কাকে দায়ী করা হবে সে প্রশ্ন রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে।